"মঠের ঐ যে দক্ষিণ ভাগের জমি দেখছিস, ওখানে বিদ্যার কেন্দ্রস্থল হবে। ব্যাকরণ, দর্শন, বিজ্ঞান, কাব্য, অলঙ্কার, স্মৃতি, ভক্তিশাস্ত্র আর রাজভাষা ঐস্থানে শিক্ষা দেওয়া হবে। প্রাচীন টোলের ধরনে ঐ বিদ্যামন্দির স্থাপিত হবে।"

- স্বামী বিবেকানন্দ (স্বামী শিষ্য সংবাদ, পৃষ্ঠা: ১৩৫)


Enter site


“তোমায় বলি, উপরে ভাসলে কি হবে? একটু ডুব দাও। গভীর জলের নীচে রত্ন রয়েছে, জলের উপর হাত পা ছুঁড়লে কি হবে? ঠিক মাণিক ভারী হয়, জলে ভাসে না; তলিয়ে গিয়ে জলের নীচে থাকে। ঠিক মাণিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয়।”

- শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত (পৃষ্ঠা: ১০১৩)